স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়নের পরপরই হোঁচট খেলো ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের বিপক্ষে জিততে পারলো না আর্লিং হল্যান্ডরা। শিরোপার জয়ের পরই পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হলো মিকেল ম্যানচেস্টার সিটিকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ব্রাইটনের মুখোমুখি হয় ম্যানসিটি। প্রথমার্ধে এগিয়ে যাওয়া দলটি লিড ধরে রাখতে পারেনি। শেষ পর্যস্ত ১-১ গোলের গোলের ম্যাচে পয়েন্ট ভাগ মাঠ ছাড়ে দুই দল।
শিরোপার দৌড়ে থাকা আর্সেনালকে টপকে প্রিমিয়ার লিগে শিরোপা নিজেদের ঘরে তুলে সিটি। শিরোপা জয়ের রেশ কাটতে না কাটেতই পয়েন্ট হারাতে হলো তাদেরকে। এগিয়ে গিয়েও জেতা হলো না। এই ‘ড্র’য়ে আগামি মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করলো ব্রাইটন।
ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় ম্যানচেস্টার সিটি। ২৫তম মিনিটে ফোডেন গোল করে দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। শিরোপা নিশ্চিত করা দলটি লিড ধরে রাখতে পারেনি বেশি সময়। চেনা আঙিনায় মাঠে নামা উজ্জীবিত ব্রাইটন দ্রুতই ফেরে সমতায়।
ইউরোপা লিগ খেলার মিশনে মাঠে নামা ব্রাইটন ম্যাচের ৩৮তম মিনিটেই সমতায় ফেরে। জুলিও এনসিসো দারুণ এক গোল করে স্কোর লাইন ১-১ করেন। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর হল্যান্ডরা আক্রমণ করেন বেশ কয়েকটি। কিন্তুু প্রতিপক্ষের জালের দেখা পাননি। শেষ পর্যন্ত তাই টানা ১২ জয়ের পর পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post