স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে আমেরিকা ও ওয়েলস। দু’দলই দীর্ঘ দিন পর খেলছে বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেনি আমেরিকা। বাছাই পর্বে আটকে যায় দলটি। দীর্ঘ ছয় দশক পর বিশ্বকাপে সুযোগ পেয়েছে ওয়েলস।
দুই দলের ম্যাচটি বেশ জমে উঠেছে। বিরতির আগে লিড নিয়েছে আমেরিকা। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে অবশ্য পিছিয়ে ওয়েলস। আমেরিকানরা দুর্দান্ত পাসিং ফুটবলে কোণটাসা করছে তাদেরকে। ‘বি’ গ্রুপের ম্যাচটিতে বল দখলের লড়াইয়েও এগিয়ে আমেরিকানরা।
১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে আগামি বিশ্বকাপের আয়োজকরা। ম্যাচের ৩৬তম মিনিটেই লিড নেয় আমেরিকা। টিমোথি ওয়েহ’র গোলে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি ওয়েলস। আহমেদ বিন আলী স্টেডিয়ামে দুই দলের ম্যাচটিতে হলুদ কার্ডের বেশ ছড়াছড়ি চলছে।
ম্যাচের প্রথমার্ধেই দু’দল চারটি হলুদ কার্ড পেয়েছে। আমেরিকা ও ওয়েলসের দু’জন করে ফুটবলার হলুদ কার্ড পেয়েছেন। মাঠের লড়াইয়ে ওয়েলস খাবি খাচ্ছে আমেরিকানদের পাসিং ফুটবলে। প্রথমার্ধে তাই পিছিয়ে থাকতে হয়েছে তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০