স্পোর্টস ডেস্ক:: ব্যবধান আরো বাড়িয়ে বিরতিতে যেতে পারতো জার্মানি। মধ্য বিরতির টিক আগ মুহুর্তে দ্বিতীয়বারের মতো জাপানের জালে বল পাঠায় দলটি। তবে গোল আর হয়নি। অফসাইডে কাটা পড়ে গোলটি। শেষ পর্যন্ত তাই জাপানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয়ে জার্মানিকে।
দুই দলের টান টান উত্তেজনার ম্যাচটির প্রথমার্ধে জার্মানি লিড নিয়ে পেনাল্টি থেকে পাওয়া গোলে। শুরুতেই গোল মিস করা গুন্ডোগান পেনাল্টি থেকে গোল আদায় করে এগিয়ে দেন জার্মানকে। তার গোলেই লিড নিয়ে বিরতিতে গেছে দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ করে দুই দলই। গুন্ডোগান শুরুতেই গোলের সুযোগ মিস করেন। তবে ম্যাচের ৩১তম মিনিটেই সুযোগ পয়ে জার্মানি। জাপানের গোলরক্ষক ফাউল করে বসেন। ৩৩তম মিনিটে স্পট কিক থেকে গুন্ডোগন গোল করলেও এগিয়ে যায় জার্মান।
পিছিয়ে পড়া জাপান ম্যাচে ফিরতে মরিয়ে হয়ে উঠে। কয়েকটি আক্রমণও করে তারা। তবে গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে কাই হাভার্টেজ গোল করেন। অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে করা তার গোলটি রেফারি ভিএআর’রের সহায়তা নিয়ে বাতিল করে দেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে ধরা পড়ে অফসাইড হয়েছে।
অফসাইডের কারণে কাই হেভার্টজের গোলটি বাতিল হয়ে গেলে ব্যবধান বাড়িয়ে আর বিরতিতে যেতে পারেনি জার্মানি। ১-০ গোলের ব্যবধানেই বিরতিতে যেতে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০