স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি র্যাংকিংয়ে এবার এগিয়ে যেতে চায় বাংলাদেশ। র্যাংকিংয়ে সাত নম্বর থেকে উঠে আসতে চায় ছয় নম্বরে।
আগামিলকাল রোববার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। আগামি দুই সিরিজ আফগানিস্তান-ইংল্যান্ড সিরিজে জিতলেই আইসিসি র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ।
গত বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল খেলা বাংলাদেশ পরবর্তীতে নিজেদের মাটিতে টানা চারটি সিরিজ জিতেছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সিরিজ হারিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। এরপর হোয়াইটওয়াশ করে জিম্বাবুয়েকে।
আগামি দুই সিরিজে স্বাগতিক বাংলাদেশের জন্য ছয়ে উঠার সমীকরণটা সহজ হয়ে গেছে। তার জন্য টাইগারদের আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিততে হবে। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৪৯। তাদের অবস্থান ১০ নম্বরে।
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো ব্যবধানে সিরিজ জিতলেই চলবে টাইগারদের। তাতে মাশরাফি বাহিনী শীর্ষ ছয়ে উঠতে পেছনে ফেলবে অজিদের কাছে সম্প্রতি সিরিজ হারা শ্রীলঙ্কাকে। ছয়ে থাকা শ্রীলঙ্কা ১ পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরে।
সবশেষ তালিকায় লঙ্কানদের রেটিং পয়েন্ট ১০১। গত নভেম্বরের পর থেকে ওয়ানডে খেলার সুযোগ পায়নি মাশরাফিরা। দীর্ঘদিন খেলার বাইরে থাকা বাংলাদেশের অর্জন ৯৮ রেটিং পয়েন্ট।
আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে জায়গা করে নিতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়েও বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থান সুসংহত হবে। এছাড়া, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বাগতিক ইংল্যান্ড ও র্যাংকিংয়ে শীর্ষে থাকা অন্য সাত দল আগামী বিশ্বকাপে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০