এটা আন্তর্জাতিক খেলা, পাড়ার ক্রিকেট না- তরুণদের খেলানো প্রসঙ্গে তামিম

0
18

নিজস্ব প্রতিবেদক:: উইন্ডিজে সিরিজ নিশ্চিত হওয়ার পরও একাদশে পরিবর্তন আসেনি। তুলনা মূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে কি তবে তরুণরা সুযোগ পাবেন? দলে যারা আছেন সুযোগের অপেক্ষায় তাদেরকে কি তবে সুযোগ দেওয়া হবে। এমন আলোচনা দেশের ক্রিকেটাঙ্গণে। তবে জিম্বাবুয়ে ছাড়ার আগে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, যারা ডিজার্ভ করে, তারাই খেলবে। ১৫ জনের স্কোয়াড থেকে সেরা একাদশ বাছাই করা হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়ার মতো কিছু নেই মন্তব্য করে ওয়ানডে অধিনায়ক তামিম জানান, এটা আন্তর্জাতিক খেলা, পাড়ার ক্রিকেট না যে যাকে মন চায় খেলানো যাবে। শুক্রবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

১৫ জনের সবাইকে খেলানোর সুযোগ থাকে না জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমার তো মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা দলে ১৫জন থাকে, সবাইকে তো খেলানোর সুযোগ থাকে না। আপনি যদি শেষ সিরিজেও দেখেন, তরুণরাই খেলেছে। এই সিরিজে মুশফিক ঢুকছে, সে আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ।’

তরুণ দল নিয়ে আলোচনায় বিরক্ত তামিম সেরা একাদশ বেছে নেবেন জানিয়ে বলেন, ‘আমার কাছে মনে হয়না তরুণ বা বয়স্ক… এটা নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে। যারা ক্যাপেবল, তারাই সুযোগ পাবে ১৫ জনে বিশেষত। আর সেরা একাদশ আমরা বেছে নেবো।’

আন্তর্জাতিক খেলা পাড়ার ক্রিকেট না একে-ওকে খেলালাম জানিয়ে তামিম আরো বলেন, ‘১৫ জনে অনেক সময় অনেকে গেম টাইম পায় না। এরকম যদি সুযোগ থাকে, আমরা খেলাতে পারি, দলের জন্য ভালো হবে। কিন্তুু যেটা বললাম, এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক সিরিজ, পাড়ার কোনো খেলা না, আমি একে-ওকে খেলালাম। যেই হোক, যে ডিজার্ভ করে জায়গা, সে অবশ্যই খেলবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here