স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপে রাতে জমজমাট এক লড়াই। গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে নামছে দুই হেভিওয়েট দল স্পেন ও ইতালি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এই নিয়ে ইউরোর টানা পাঁচ আসরে স্পেন ও ইতালি একে-অপরের মুখোমুখি হচ্ছে। আর সব মিলিয়ে সেই সংখ্যাটা ৮। ইউরোতে এর থেকে বেশি আর কোনো দলই একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়নি।
ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষের মাঠে নামার আগে এমন ম্যাচকে ধ্রুপদী আখ্যা দিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। একইসাথে গুরুত্বপূর্ণ ম্যাচ গ্রুপ পর্বের, সেটাও জানিয়েছেন। জানিয়েছেন মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বীতা হবে। ইউরো কিংবা বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচই কেবল হতে পারে বলে মনে করেন তিনি।
লা ফুয়েন্তে বলেন, ‘আমরা জানি তারা কী ধরনের ফুটবল খেলে এবং কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ (দল), তাই আমরা অবাক হব না। আমি একটি শক্তিশালী-আক্রমণাত্মক ইতালি দলের আশা করছি, যারা কি-না বল দখলের নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এটি।’
ফুয়েন্তে আরও বলেন, ‘দুটি ঐতিহ্যবাহী দলের মধ্যে দারুণ ভারসাম্যপূর্ণ ম্যাচ হবে। এটি ফুটবলের ধ্রুপদী এক ম্যাচ। এমন একটা লড়াই যা সহজেই ইউরো বা বিশ্বকাপের ফাইনাল হতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post