স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সাথে ড্র করেছে লিভারপুল। ২-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। দলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোর গোলে হার এড়িয়ে সময়তায় ফিরে দলটি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র’তে নিষ্পত্তি হয় ম্যাচের।
যদিও ম্যাচে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি জয়ের সুযোগ ছিল অলরেডদের। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি মোহাম্মদ সালাহ। আরও সুযোগ মিস করেন। এছাড়াও নুনেজ সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি। আর্সেনাল গোলরক্ষক অ্যারনের অবদানও কম না এতে।
তবে এত সুযোগ পেয়েও জিততে পারলেন না কেন, সেটা বুঝতে পারছেন না লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ। এই তারকা কোচ জানিয়েছেন, মৌসুমজুড়ে যেভাবে পারফর্ম করছে দল, তারই প্রতিচ্ছবি এটি। তবে সব মিলিয়ে ম্যাচটি দারুণ ছিল বলে মনে করেন ক্লপ।
ক্লপ বলেন, ‘আমাদের চলতি মৌসুমের পারফরম্যান্সেরই চিত্র এটি। আজকের ম্যাচটি একেবারে উম্মুক্ত ছিল। প্রথম দুই সুযোগেই তারা (আর্সেনাল) গোল করেছে। আমরা ভালোভাবেই জবাব দিয়েছি। সব মিলিয়ে দারুণ এক ম্যাচ ছিল। তবে শেষ দিকে এত সুযোগ পেয়েও আমরা কেন জিততে পারলাম না, আমি জানি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post