এত জোড়াতালি দিয়ে হয় না- বাংলাদেশ কোচ

0
86

নিজস্ব প্রতিবেদকঃ নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ ০-০ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। পরে টাইব্রেকারে সাবিনা খাতুনের দলকে ৪-২ ব্যবধানে হারায় নেপাল। রোববার কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এই হারের কারণ খুঁজে পেয়েছেন বাংলাদেশ কোচ মাহবুবুর রহমান লিটু।

টাইব্রেকারে গোলরক্ষক রুপনা চাকমা পারেননি প্রতিপক্ষের কোনো শট ঠেকাতে। স্বাগতিকদের হয়ে শামসুন্নাহার এবং মনিকা চাকমা দুটি গোল করেন। নেপালের হয়ে গোল করেন সাবিত্রা ভান্ডারি, হিরা কুমারি, দিপা শাহি এবং আনিকা কেসি। বাংলাদেশের মাটিতে সিরিজ জয়টি নেপালিদের কাছে প্রতিশোধের মতোই।

ম্যাচ শেষে বাংলাদেশ কোচ লিটু তুলে ধরেন দলের বর্তমান বাস্তবতা। তিনি বলেন, ‘দীর্ঘদিন বাংলাদেশ খেলার বাইরে ছিল। মেয়েরা শুধু অনুশীলন করেছে। এটি শুধু পড়ে পরীক্ষা না দেয়ার মতো অবস্থা। পরীক্ষা না হলে তো ফলাফলও জানা সম্ভব না। আমার মনে হয়, দশ মাস খেলার বাইরে থাকার কারণে দল এলেমেলো ছিল।’

বাংলাদেশ কোচ আরও বলেন, ‘আমি বুঝতে পারি এই দলের ওপরে মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। কিন্তু আঁখি, স্বপ্না ও শামসুন্নাহার না থাকার কারণে আমাদের একটু পিছিয়ে থাকতে হয়েছে। তবে আমরা যদি নিয়মিত ম্যাচ খেলতে পারতাম তাহলে হয়তো এমন হার দেখতে হতো না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here