স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের দুই প্রস্তুতিতে টানা দুই ফিফটির পর মূল আসরের প্রথম ম্যাচেও ফিফটি পেলেন মেহেদি হাসান মিরাজ। টানা তিন ম্যাচে টপ অর্ডারে ব্যাট করে বাজিমাত করেছেন এই স্পিন অলরাউন্ডার। অথচ তাঁর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ৭ নম্বর বা ৮ নম্বরে ব্যাট করে।
৮ নম্বরে পজিশনে ব্যাটিং করে মিরাজের ফিফটি আছে, রয়েছে সেঞ্চুরিও। ওপেনিংয়ে যেন মিরাজ আরও দুর্দান্ত- ৪ ইনিংসে ১৭২ রান, গড় ৫৭.৩৩। আছে একটি সেঞ্চুরিও। ওপেনিং, ৭, ৮ ও ৯ নম্বরের ব্যাটিং পরীক্ষায় আগেই পাস করেছেন মিরাজ। বিশ্বকাপের প্রথম ম্যাচে দেখা গেল নতুন ভূমিকায়। প্রথমবার ব্যাট করলে তিন নম্বরে। এত পজিশনে কীভাবে মিরাজ নিজেকে মানিয়ে নেন?
আফগানিস্তানকে উড়িয়ে দেওয়ার পর মিরাজ বলেন, ‘আমরা ক্রিকেট খেলোয়াড়, মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু মানিয়ে নেওয়া নয়, আমার কাছে মনে হয়, আমাদের প্রতিটি ক্রিকেটারই মানিয়ে নিয়ে এই অবস্থানে এসেছে। বড় কিছু অর্জন করতে গেলে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’
মিরাজ আরও বলেন, ‘বিভিন্ন পজিশনে বিভিন্ন পরিস্থিতি থাকে। বিভিন্নরকম অবস্থা থাকে। আমি বেশি কিছু চিন্তা করার চেষ্টা করি না। আমাকে দল সুযোগ দিয়েছে, চেষ্টা করি কাজে লাগানোর জন্য। আট নম্বরের চেয়ে ওপরে যে কোনো জায়গায় ব্যাটিং করাই তো ভালো। আমি অনুভব করি যে, আমি ব্যাটিং করতে পারি। আমি ভালো খেললে দিনশেষে তো দলেরও সহায়তা হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post