স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট শিকার করেছেন জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাভা। শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি এই পেসার। যদিও তাঁর দল জয় পায় নি। শেষের রোমাঞ্চে ২ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছে লঙ্কানরা।
দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ২০৮ রান করে জিম্বাবুয়ে। কলম্বোয় ক্রেইগ আরভিনের ১ ছক্কা ও ৯ চারে সাজানো ৮২ রানের ইনিংসে ভর করে কোনোমতে এই পুঁজি পায় তারা। স্পিনারদের জন্য সহায়ক পিচে তাদেরকে অল্পতে গুটিয়ে দেওয়ার কাজটি করেন লঙ্কান রহস্য স্পিনার মাহিশ থিকশানা। ৩১ রানে ৪ উইকেট নেন তিনি। জিম্বাবুইয়ানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন রায়ান বার্ল। রান পান নি দলটির সবচেয়ে বড় তারকা সিকান্দার রাজা।
জবাবে দলীয় সেঞ্চুরির আগে ৫ উইকেট হারিয়ে শঙ্কায় পড়া শ্রীলঙ্কাকে অনেকটা সময় একাই টানেন জানিথ লিয়ানাগে। কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ২ ছক্কা ও ৫ চারে গড়া ৯৫ রানের ইনিংস তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার। শেষদিকে দুশমন্থ চামিরা ও জেফ্রি ভান্ডার্সে জুটি গড়ে দারুণ এক জয় এনে দেন স্বাগতিকদের। থিকশানা ও চামিরার ব্যাটে ১৮ রান করে পায় কুশল মেন্ডিসের দল। জেফ্রি করেন ১৯ রান।
কম রান নিয়েও দারুণ চেষ্টা করেছিলেন এনগারাভা। ৩২ রানে ৫ উইকেট নিয়ে জাগিয়েছিলেন জয়ের আশা। লিয়াগানের দারুণ ইনিংসের পর লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় কঠিন চ্যালেঞ্জ উতরে যায় শ্রীলঙ্কা। ৪৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথমবার ৫ উইকেট পেলেন এনগারাভা। ২ উইকেট নেনে রাজা। এর আগে প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পণ্ড হয়। আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর খেলবে টি-টোয়েন্টি সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post