এনগারাভা-হেমন্তকে দলে নিল সিলেট স্ট্রাইকার্স

0
253

নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার জার্সিতে গত জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়া অলরাউন্ডার দুশান হেমন্তকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আগামী বিপিএলের জন্য চলমান প্লেয়ার্স ড্রাফট থেকে এর আগে তারা দলে বিদেশী ক্রিকেটার কোটা থেকে দলে নেয় জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভাকে। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ঝলক দেখিয়েছেন বাঁহাতি এই পেসার।

গত আসরে ফাইনাল খেলা সিলেট রিটেইন করে নি সেই ফাইনালে ফিফটি হাঁকানো মুশফিকুর রহিমকে। তাঁকে ড্রাফটের আগেই ছেড়ে দেয় সিলেট। গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৫ ম্যাচ খেলে মুশফিক রান করেছিলেন ৩৫৭। এর আগেও সিলেটের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার্স ও সিলেট স্ট্রাইকার্স- এই তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে দেশ সেরা এই উইকেটকিপার ব্যাটার সিলেটকে প্রতিনিধিত্ব করেছেন। তবে এবার নতুন ঠিকানায় তিনি।

এদিকে চলমান ড্রাফট থেকে একাধিক তারকা ক্রিকেটার দলে নিয়েছে সিলেট। অফফর্মে থাকা মোহাম্মদ মিঠুন-ইয়াসির আলী রাব্বিরাও আছেন সিলেট ফ্র্যাঞ্চাইজির পছন্দের তালিকায়। ড্রাফটে প্রথম ডাকে তারা মিঠুনকে নেয়। দেশিদের মধ্যে ইতোমধ্যে সিলেট দলভুক্ত করেছে রেজাউর রহমান রাজা, ইয়াসির আলী রাব্বি ও আরিফুল হক। অন্যদিকে বিদেশীদের মধ্যে তারা দলে নিয়েছে রায়ান বার্লকে। জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার গত আসরেও সিলেটের জার্সিতে খেলেছিলেন। এছাড়া আছেন বেন কাটিং, জর্জ স্ক্রিমশো ও হ্যারি টেকটর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here