স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হয়ে গেলো এনদ্রিকের। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ডে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান তরুণ।
এই ম্যাচে এসি মিলানের বিপক্ষে হারলেও এনদ্রিকের পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল মাদ্রিদ কোচ। ৬১ হাজার ৫৬৮ হাজার দর্শকের সামনে লক্ষ্যে কেবলমাত্র একটি শট নিতে পেরেছেন এনদ্রিক। সেটি ম্যাচের ৪৫ মিনিটে। এরপর অবশ্য তাকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে এনদ্রিকের ফুটবল দক্ষতার প্রসংশা করতে দেখা গেছে রিয়াল কোচকে।
আনচেলত্তি বলেন, ‘সে এমন একজন, যার সত্যিই বিশেষ কিছু আছে। সে খুব দ্রুতগতির, আঁটসাঁট জায়গায় খুব বিপজ্জনক, নিজেকে অরক্ষিত রাখতে খুবই ক্ষিপ্র। আর এই সব গুণাবলীর অর্থ হলো সে দুর্দান্ত প্রতিভা। এই ধরনের বৈশিষ্ট্য থাকা খেলোয়াড়কে দেখা বিরল।’ এদিকে, রিয়ালের পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী রোববার সকালে, নিউ জার্সিতে বার্সেলোনার বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post