এনসিএলের খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে

0
26

নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)’র খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী স্বপন ও বিসিবির বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম মাহমুদ ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামি ২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু হচ্ছে।  ১৮তম জাতীয় লিগ দুই স্তরে অনুষ্টিত হচ্ছে। দ্বিতীয় স্তরে  রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগের সঙ্গে খেলবে সিলেট।

লিগের প্রথম স্তরে খেলবে বরিশাল বিভাগ, ঢাকা মেট্রো, খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও রাজশাহী, বগুড়া, খুলনা স্টেডিয়ামে এনএসিলের খেলা অনুষ্টিত হবে। আফগানিস্তান-ইংল্যান্ড সিরিজের খেলা থাকায় এবার লিগের কোন খেলা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্টিত হবে না।

জাতীয় লিগে প্রথম স্তরের থাকা দলগুলোর ক্রিকেটারদের ম্যাচ ফি চার হাজার টাকা বাড়ানো হয়েছে। চার হাজার টাকা বেড়ে ২৫ হাজার টাকা ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।

গতবারের জাতীয় লিগ দুই স্তরে অনুষ্ঠিত হয়। লিগ পদ্ধতির এই প্রতিযোগিতার প্রথম স্তরের শেষ দল রংপুর বিভাগ দ্বিতীয় স্তরে নেমে গেছে। আর দ্বিতীয় স্তরের প্রথম দল বরিশাল বিভাগ উঠে এসেছে প্রথম স্তরে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here