স্পোর্টস ডেস্ক:: শুরু হতে যাচ্ছে এনসিএল টি-২০। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে এনসিএলে অংশ নেওয়া আট দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে। এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল সংযুক্ত আরব-আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ফলে এবারের এনসিএল টি-২০ ক্রিকেটে জাতীয় দলের তারকাদের দেখা যাবে না।
তবে জাতীয় দলে না থাকায় নাজমুল হোসেন শান্ত এনসিএল টি-২০ খেলছেন। নিজ বিভাগ রাজশাহীকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সিলেটের নেতৃত্ব দেবেন জাকির হাসান। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সদ্য নির্বাচিত সভাপতি মোহাম্মদ মিঠুনও নেতৃত্ব দেবেন নিজ বিভাগের দলকে।
আগামি ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএল টি-২০। দেশের তিন শহরে হবে এনসিএলের খেলা। রাজশাহী, বগুড়ার পাশাপাশি বরাবরের মতো এবারো সিলেটে হবে এনসিএলের ম্যাচ। উদ্বোধনী দিনে আছে দুটি ম্যাচ। সূচি অনুযায়ী প্রতিদিন আলাদা দুই ভেন্যুতে দুটি করে ম্যাচ হবে। প্রথম দিনে রাজশাহীতে স্বাগতিকরা মুখোমুখি হবে ঢাকা মেট্রোর। আর বগুড়ায় সিলেটের প্রতিপক্ষ রংপুর। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই দুই ভেন্যুতে হবে ১২টি ম্যাচ।
২১ সেপ্টেম্বর থেকে শুরু করে ৩ অক্টোবর ফাইনাল পর্যন্ত বাকি ম্যাচগুলোর ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার। ৩ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের মধ্য্য দিয়ে আসরের পর্দা নামবে।
এনসিএলের আট দলের অধিনায়ক
ঢাকা: মাহিদুল ইসলাম অঙ্কন
ঢাকা মেট্রো: মোহাম্মদ নাঈম শেখ
রাজশাহী: নাজমুল হোসেন শান্ত
সিলেট: জাকির হাসান
চট্টগ্রাম: ইয়াসির আলী রাব্বি
রংপুর: আকবর আলী
খুলনা: মোহাম্মদ মিঠুন
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































