এপ্রিলের সেরা ক্রিকেটার পাকিস্তানের ফখর

0
61

স্পোর্টস ডেস্কঃ আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতলেন ফখর জামান। পাকিস্তানের এই ব্যাটার গত মাসে (এপ্রিল) ব্যাট হাতে দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন। যার সুবাদে জিতলেন এই পুরষ্কার। এদিকে মেয়েদের মাস সেরা নির্বাচিত হয়েছে থাইল্যান্ড নারী দলের অধিনায়ক নারোউমল চাউয়াই।

এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান ফখর। যেখানে একটিতে ১৪৪ বলে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রাওয়ালপিন্ডিতে গত ২৯ এপ্রিল এই কীর্তি গড়েন বাঁহাতি এই ব্যাটার। এর আগে প্রথম ওয়ানডেতে করেন ১১৭ রান। দুই ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।

ওয়ানডের আগে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৭ রানের ইনিংস খেলেন ফখর। সাদা বলের দুই ফরম্যাটে দ্যুতিময় ব্যাটিংয়ের সৌজন্যে মাস সেরার দৌড়ে এগিয়ে থাকেন তিনি। মঙ্গলবার আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানি এই ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। এদিকে ফখরের সাথে মাস সেরার লড়াইয়ে নাম ছিল শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের।

আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করেন জয়াসুরিয়া। সিরিজের দুই টেস্টে ১৭ উইকেট নেন ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনার। প্রথম ম্যাচে নেওয়া ৫২ রানে ৭ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। সব মিলিয়ে সাত ম্যাচে এরই মধ্যে ৬ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন তিনি। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার। ৭ টেস্টে পূরণ করেছেন ৫০ উইকেট।

চাপম্যান পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ২৯০ রান করেন। ২৮ বছর বয়সী এই ব্যাটার দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। চতুর্থ ম্যাচে ৪২ বলে ৭১ ও শেষ ম্যাচে ৫৭ বলে অপরাজিত ১০৪ রান করেন চাপম্যান। তার সেঞ্চুরিতে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় সফরকারীরা।

এদিকে নারীদের মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া চাউয়াই গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে থাইল্যান্ডের ৩-০ তে ওয়ানডে সিরিজ জয়ে ব্যাটিংয়ে বড় ভূমিকা রাখেন। প্রথম ম্যাচে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তৃতীয়টিতে ৫২ রানের হার না মানা ইনিংসে দল জেতান ৩২ বছর বয়সী ব্যাটার। পরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে ৫৫ রান করেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here