এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি

0
66

স্পোর্টস ডেস্কঃ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। আসরের পঞ্চম রাউন্ডের ম্যাচে দ্বিতীয় সারির দল ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ব্রিস্টলের ঘরের মাঠ অ্যাশন গেটে ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়েই যায় সিটিজেনরা। রিয়াদ মাহরেজের এসিস্ট থেকে ফিল ফোডেন গোল করে এগিয়ে নেন দলকে। এরপর আর প্রথমার্ধে দেখা মেলেনি কোনো গোলের। ১-০ লিড নিয়েই বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও হয়নি কোনো গোল। অবশেষে ৭৪তম মিনিটে গিয়ে দ্বিতীয় গোলের দেখা পায় সিটিজেনরা। এবারও গোলদাতা সেই ফিল ফোডেন। তবে এসিস্ট করেন আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। ৮১তম মিনিটে ব্রিস্টলের জালে শেষ পেরেক ঠুকে দেন কেভিন ডি ব্রুইনে। দারুণ এক গোল করে স্কোরলাইন ৩-০ করেন এই বেলজিয়াম অ্যাটাকিং মিডফিল্ডার।

ম্যাচজুড়ে প্রত্যাশিতভাবেই দাপট ছিল সিটির। ৭১ শতাংশ বল দখলে রেখেছিল ম্যান সিটি। সব মিলিয়ে ১৬টি শট নিয়েছিল, যার মধ্যে ৬টি রাখতে পারে গোলবারে। অপরদিকে ২৯ শতাংশ বল দখলে রাখা ব্রিস্টল সব মিলিয়ে ৫টি শট নিয়েছিল। যার মধ্যে মাত্র ১টি রাখতে পারে গোলবারে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here