স্পোর্টস ডেস্কঃ লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে চেলসি। ম্যাচ শুরুর ১৩তম মিনিটেই দলকে লিড এনে দেন মার্ক কুকুরেয়া। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকেন নিকোলাস জ্যাকসন। লেস্টারের তিন ডিফেন্ডারের বাধা কাটিয়ে আলতো পাস দেন বাঁ প্রান্তে অরক্ষিত থাকা কুকুরেয়াকে। ফাঁকা পোস্টে বিনা বাধায় বল জড়ান স্প্যানিশ লেফট-ব্যাক।
চেলসি প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে কোল পালমারের গোলে। এর আগে রাহিম স্টার্লিং পেনাল্টি মিস করেন ২৭ মিনিটে। দুর্বল শটটি ঠেকাতে লেস্টারের পোলিশ গোলরক্ষক ইয়াকুব স্টতোলারচিকের কোনো কষ্টই করতে হয়নি। ৫১তম মিনিটে অ্যাক্সেল ডিসাসির আত্মঘাতী গোলে ব্যবধান কমে লেস্টারের। এর ১১ মিনিট পর দলকে সমতায় ফেরান স্টেফি মাভিদিদি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কার্নে চুকুয়েমেকা ও অষ্টম মিনিটে নোনি মাদুয়েকে গোল করে জয় এনে দেন চেলসিকে। ৪-২ গোলের জয়ে এএফ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল নিশ্চিত করে চেলসি। শেষ আট থেকে বিদায় নেয় লেস্টার। এই ম্যাচে অধিনায়ক হিসেবে খেলেছেন দলটির বাংলাদেশী বংশদ্ভূত হামজা চৌধুরী। রাইট ব্যাকে খেলেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post