নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টে বাংলাদেশের ৩৮২ রানের জবাবে আফগানিস্তানের স্কোর ৩ উইকেটে ৩৫ রান। জোড়া উইকেট শিকার করেছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। ৩ উইকেট খুইয়ে লাঞ্চ বিরতিতে গেছে আফগানরা। এক উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।
ষষ্ঠ ওভারে ইবরাহীম জাদরানকে ৬ রানে ফেরান শরিফুল। অফ স্ট্যাম্পের ফুল-লেন্থ ডেলিভারি খোঁচা দিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন আফগান ওপেনার। শরিফুলের পর বোলিংয়ে এসেই নিজের প্রথম ওভারেই এবাদত তুলে নেন আবদুল মালিকের উইকেট। মালিক ১৭ রান করেন।
এরপর এবাদত আবার আঘাত হানেন আফগান ব্যাটিং লাইনে। শর্ট বলে সফল হন এই পেসার। তাঁর অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে আলগাভাবে ক্যাচ তুলেন রহমত শাহ। শর্ট মিড অনে ধরা পড়েছেন তাসকিন আহমেদের হাতে। রহমতের উইকেটেই লাঞ্চে গেছে দুই দল
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post