নিজস্ব প্রতিবেদকঃ এনসিএল টি-টোয়েন্টিতে বৃহস্পতিবারের প্রথম ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে আগে ব্যাট করে ১৫ ওভারে ২০০ রান করে রাজশাহী বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে স্বাগতিক সিলেট বিভাগের বোলারদের এক প্রকার তুলাধুনা করলেন হাবিবুর রহমান সোহান-সাব্বির রহমানরা। এরপর বৃষ্টি নামলে আর খেলা শুরু করা যায়নি। তাই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে রাজশাহীর নেতৃত্ব পান সাব্বির হোসেন। এরপর ইনিংস ওপেন করার দায়িত্ব পেয়ে ৩৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। চারটি চারের সঙ্গে সাত ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংসটি খেললেন আজ। হাবিবুর রহমান সোহান করেন পাঁচটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৬৭। সাব্বির রহমান ছোট ঝড় তুলে বিদায় নেন। ৮ বলে ২০ রান করেন তিনি। দুইটি ছক্কা ও একটি চার হাঁকান তিনি।
প্রীতম কুমারের ব্যাট থেকে আসে ১১ বলে ২২ রান। চারটি চার হাঁকান প্রীতম। এসএম মেহেরব হাসান এক ছক্কায় করেন ৩ বলে ৮ রান করেন। নির্ধারিত ১৫ ওভারে ২০০ রানের বিশাল সংগ্রহ পায় রাজশাহী। উইকেট হারিয়েছে চারটি। সিলেট বিভাগ আর এই রান তাড়া করতে মাঠেই নামতে পারেনি। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচ। এর আগে এই ম্যাচে বল হাতে সিলেটের সবচেয়ে খরুচে বোলার ছিলেন রেজাউর রহমান রাজা। ৩ ওভারে ৪৩ রান খরচ করেন এই পেসার। উইকেট নেন ১টি। ৩ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন এবাদত হোসেন। খালেদ আহমেদও ৩ ওভার বল করেন। ৩২ রান দিয়ে নেন ১ উইকেট। অন্যদিকে মাত্র ২ ওভারে ৩৪ রান খরচ করেন স্পিনার নাবিল সামাদ। পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদ ৩ ওভারে দেন ৩৩ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০