নিজস্ব প্রতিবেদক:: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই সিলেটের ক্রিকেট প্রেমীরা পেলেন আরেকটি সুখবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জুনে অনুষ্টিত হতে যাওয়া আফগানিস্তান সিরিজের ভেন্যুও রাখছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি-২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুনে আফগানিস্তান দল বাংলাদেশ সফরে আসবে। টি-২০ ও টেস্ট সিরিজের ম্যাচ কমতে পারে, আবার বাড়তেও পারে। তবে ওয়ানডে সিরিজটি ৩ ম্যাচেরই হবে।
দুই টেস্টের জায়গায় অন্তত একটি টেস্ট হবে। ওয়ানডে সিরিজের সঙ্গে সেই টেস্টের ভেন্যুও থাকছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। টি-২০ সিরিজের ম্যাচ গুলো হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।
আবার দুই ম্যাচের টেস্টের বদলে এক ম্যাচের টেস্ট সিরিজ হলে, সাদা পোশাকের সিরিজটি মিরপুরেও হতে পারে। ভেন্যু চূড়ান্ত না হলেও এটা এক প্রকার নিশ্চিত যে ওয়ানডে সিরিজের ম্যাচ গুলো সিলেট ভেন্যুতে হবে। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল নিজেদের চাহিদা মতো উইকেট পেয়েছে সিলেটে।
বাংলাদেশ আগে ব্যাট করা দুই ম্যাচেই রান এসেছে তিনশোর বেশি। শেষ ম্যাচে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ভুগেছে বাংলাদেশের বোলিং লাইনআপের বিপক্ষে। ব্যাটে-বলে দুর্দান্ত সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। আফগান সিরিজে তাই সিলেটে থাকছে ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০