স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের উন্মদনায় এবার প্রশংসা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস। আর্জেন্টাইনদের বিজয় উৎসবেও আছে বাংলাদেশ। পুরো বিশ্বকাপেই বাংলাদেশের বেশির ভাগ মানুষের সমর্থন পেয়েছে আর্জেন্টিনা।
লিওনেল মেসির দল ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে জিতেছে বিশ্বকাপ ট্রফি। স্কালোনিরার শিষ্যরা এখন আর্জেন্টিনায় আছেন উৎসবের মধ্যমণি হয়ে। বিশ্বকাপ ট্রফির বিজয় উদযাপনেও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো বাংলাদেশকে ভুলেননি। মঙ্গলব রাতে এক টুইটে তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষের পাশাপাশি আলবার্তো ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। এর আগে বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও ধন্যবাদ জানান বাংলাদেশের সমর্থকদের। দেশটির ফুটবল ফেডারেশনও এর আগে বাংলার ফুটবল প্রেমীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো টুইটে লেখেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং সমগ্র বাংলাদেশের মানুষকে। গত কয়েক সপ্তাহে যে মিলন আর পারস্পরিক স্নেহ দেখলাম তা ব্যাখ্যা করার মতো না, আজ এখানে দুইটি পতাকাও জ্বলছে। চলুন, এই বন্ধনকে গভীর করি।’
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর বাংলাদেশ সরকারও তাদেরকে অভিনন্দন জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়ে পত্র দেন আর্জেন্টিনা সরকারকে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00