স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা একবার আর্সেনালের হাতে যাচ্ছে, আরেকবার ম্যানচেস্টার সিটির হাতে। শিরোপার লড়াই দুই দল বেশ জমিয়েছে। এক দিন শীর্ষে উঠে শিরোপার গন্ধ নিচ্ছে আর্সেনাল, তো আরেক দিন শীর্ষে উঠে শিরোপার গন্ধ নিচ্ছে ম্যানসিটি।
শীর্ষে থাকা আর্সেনালকে টপকে এবার আরো একবার শীর্ষে উঠলো ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে হল্যান্ডরা প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতের ম্যাচে ওয়েস্ট হাম কোনো প্রতিরোধ গড়তে পারেনি। আর্লিং হল্যান্ডের রেকর্ডের রাতে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি পেপ গার্দিওয়ালার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করলেও ওয়েস্ট হাম কোনো গোল শোধ দিতে পারেনি।
ম্যাচটির প্রথমার্ধ থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে হল্যান্ডরা। শীর্ষে উঠার লক্ষ্য নিয়ে যে পেপ গার্দিওয়ালা দল মাঠে নামিয়েছেন সেটা স্পষ্টই বোঝা গেছে। তবে প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি দলটি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর খেলা শুরু হলেই দ্রুত লিড নেয় সিটি। মিনিট পাঁচেক পরেই নাথান আকে দলকে এগিয়ে দেন। ম্যাচের ৫০তম মিনিটে তার গোলেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। কুঁড়ি মিনিট পরেই আর্লিং হল্যান্ড ব্যবধান বাড়িয়ে নেন। ম্যাচের ৭০তম মিনিটে দলকে এগিয়ে দেন ২-০ গোলে। নিজেও করেন রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের মালিক এখন তিনি।
দ্বিতীয়ার্ধে বদলী নামা ফিল ফোডেন ওয়েস্ট হামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। গার্দিওয়ালা ৭৭তম মিনিটে বদলী নামান তাকে। ৮৫তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন তিনি। তাতেই সিটি এগিয়ে যায় ৩-০ গোলে। ওয়েস্ট হাম কোনো গোল শোধ দিতে পারেনি। বড় জয়ে টেবিল টপার হয়েই মাঠ ছাড়ে হল্যান্ডরা।
৩৩ ম্যাচে ২৫ জয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ২৪ জয়ে ৭৮ পয়েন্ট নিয়ে নেমেছে দ্বিতীয় স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post