স্পোর্টস ডেস্কঃ ২০২১ সালে বার্সার দায়িত্ব নিয়েই দলকে বদলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। আর এই কোচের হাত ধরেই তিন মৌসুম পর লা লিগা শিরোপার মুখ দেখলো কাতালান ক্লাবটি। সেটিও আবার চার ম্যাচ হাতে রেখেই। চলতি লিগে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমে জাভির অধীনে এটি দ্বিতীয় শিরোপা বার্সার। এর আগে গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে ফাইনালে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয় করে দলটি। তবে এসব অর্জনে তৃপ্ত হচ্ছেন না জাভি। লিগ জিততে পারলেও চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে আবারও মুখ থুবড়ে পড়েছে বার্সেলোনা। ২০১৪-১৫ মৌসুমে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর স্রেফ আর একবার সেমি-ফাইনালের মুখ দেখেছে তারা।
জাভি বলেন, ‘আমরা আমাদের কাঠামোয় বিশ্বাস রাখতে পারি। এই সাফল্যের অর্থ, আমরা সঠিক পথেই আছি। অনেকেই এখন আমাদের ওপর ভরসা রাখবে ও ক্লাবে স্থিতিশীলতা আসবে। যদিও ইউরোপিয়ান প্রতিযোগিতায় আমাদের অভিযান এখনও অসমাপ্ত, সেখানে অনেক কিছু পাওয়ার আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০