স্পোর্টস ডেস্কঃ দিন দুয়েক আগেই ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবার আরও একটি একাদশে জায়গা করে নিলেন তিনি। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে ঠাই হয়েছে এই স্পিন অলরাউন্ডারের।
চলতি বছর পারম্যান্স করা খেলোয়াড়দের নিয়েই একাদশ ঘোষণা করেছে উইজডেন। মিরাজ এবছর দারুণ পারফম্যান্স করেছেন ব্যাট এবং বল হাতে। ১৫ ওয়ানডেতে ৩৩০ রান করার পাশাপাশি ২৪ উইকেট শিকার করেছেন মিরাজ। আর এর ফলেই একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন একাদশে।
একাদশে সর্বোচ্চ ২ জন করে ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারত থেকে। এছাড়া বাংলাদেশ, উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা থেকে একাদশে ১ জন করে আছেন। জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা বছরটা দুর্দান্ত কাটালেও একাদশে জায়গা করতে পারেননি। তবে দ্বাদশ ক্রিকেটার হিসেবে তাকে রাখা হয়েছে। এই দলের অধিনায়ক পাক তারকা বাবর আজম।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ
ট্রেভিস হেড, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, টম লাথাম (উইকেটরক্ষক), র্যাসি ভ্যান ডার ডুসেন, মেহেদী হাসান মিরাজ, আলঝারি জোসেপ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, সিকান্দার রাজা (দ্বাদশ ক্রিকেটার)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা