স্পোর্টস ডেস্কঃ নারীদের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে আসরে উড়ন্ত শুরু করেছিল ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেও বড় জয়ের দেখা পেয়েছে দলটি। এবার উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
‘বি’ গ্রুপের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে ৩২তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিলের মেয়েরা। আদ্রিয়ানা গোল করে এগিয়ে নেন দলকে। ম্যাচ মধ্য বিরতিতে যাওয়ার আগ মূহুর্তে ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন দেবিনহা।
মধ্য বিরতি থেকে ফিরে এসে ব্যবধান আরও বাড়িয়ে নিয়ে উরুগুয়ের জালে শেষ পেরেক ঠুকে দেন আদ্রিয়ানা। ৪৮তম মিনিটে ম্যাচে নিজের জোড়া গোলও পূরণ করেন একইসাথে। ব্রাজিলের এই উইঙ্গার আর্জেন্টিনার বিপক্ষেও জোড়া গোল করেন। টানা দুই ম্যাচে এবার নিজের চার গোল পূরণ করলেন।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। অবশ্য এর আগে ৭৮তম মিনিটে উরুগুয়ে দশ জনের দলে পরিণত হয়। টানা দুই হলুদ কার্ডে মাঠ ছেড়ে যেতে হয় সিমেনা ভেলাজকোকে। এই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ৬। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমি ফাইনাল অনেকটাই নিশ্চিত ব্রাজিলের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা