নিজস্ব প্রতিবেদক:: উইকেট শিকারের পর এবাদত হোসেনের চিরচেনা উদযাপন স্যালুট। আইরিশ ওপেনার জেমস ম্যাককুলামকে বিদায় করে নিজের মতোই উদযাপন করলেন এবাদত। শরিফুলের পর এই পেসারের শিকারে আয়ারল্যান্ড দুই ওপেনারকে হারিয়েছে।
একমাত্র টেস্টটিতে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শুরুতেই উইকেট হারাচ্ছে। পেসার শরিফুল ইসলাম তুলে নিয়েছেন আইরিশ ওপেনার মুরে কামিন্সকে। ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ উইকেট তুলে নিয়ে শুরু করলো।
দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় আইরিশরা। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ৫ রান করা মুরে কামিন্সকে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলেন শরিফুল। ১০ বলে এক চারে ৫ রান করেন এই ওপেনার।
আইরিশরা দলীয় ২৭ রানেই হারিয়েছে দ্বিতীয় উইকেট। ইনিংসের দশম ওভারের শেষ বলে এবাদত ১৫ রান করা জেমস ম্যাককুলামকে সাজঘরে পাঠান। ৩৪ বলে এক চার হাঁকিয়েছেন এই ওপেনার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড ১২ ওভারে দুই উইকেটে ২৯ রান তুলেছে। ৯ রানে অধিনায়ক এন্ড্রি বার্লবিনি অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন হ্যারি টেক্টর।
বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের টস জিতেছে আয়ারল্যান্ড। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সিরিজের একমাত্র টেস্টটিতে আগে ফিল্ডিং করবে টাইগাররা। সাকিব আল হাসানের দল একাদশে সাত ব্যাটার ও চার বোলার নিয়ে মাঠে নেমেছে।
প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামছে আয়ারল্যান্ড। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দলটি খেলছে চতুর্থ টেস্ট। পাঁচ বছর টেস্টে নামা আইরিশরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ একাদশ:: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ:: মুরে কামিন্স, জেমস ম্যাককুলাম, অ্যান্ডি বালবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফের, লোরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রেইন, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০