এবার ক্রিকেটারদের বিমানে করে পাঠালো বিসিবি

0
7

স্পোর্টস ডেস্ক:: সেন্ট লুসিয়া থেকে সমুদ্র পথে আটলান্টিক মহাসগরে দিয়ে ফেরিতে করে ডোমিনিকায় ক্রিকেটারদের পাঠিয়ে ছিলো বাংলাদেশ ক্রিকেট বাের্ড (বিসিবি)। সমুদ্র পথে ভয়ে ক্রিকেটাররা অসুস্থ হয়ে যান, বমিও করেন।

উত্তাল সমুদ্রের ঢেউয়ে ক্রিকেটাররা যাত্রা পথে ভয়ে কেঁদে ফেলেনও। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা শুরু হয়। ক্রিকেটাররা সমুদ্র পথে যাত্রাতে অনীহা প্রকাশ করেন। ওই দিনও ক্রিকেটাররা মাঝপথে ফেরি থেকে নেমে যেতে চাই ছিলেন। তবে বিমানের টিকিট নেই, তার ওপর সংশ্লিষ্ট দেশের ভিসাও ছিলো না। ফলে বাধ্য হয়েই ক্রিকেটারদের ফেরিতে করতে ডোমিনিকায় যেতে হয়।

ডোমিনিকার উইন্ডসর পার্কে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুইটি ম্যাচ ছিলো। একটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয ম্যাচটিতে গতরাতে হেরে যায় টাইগাররা। আপাতত ডোমিনিকার মিশন শেষ। সিরিজের শেষ টি-২০ ও ওয়ানডে ম্যাচের ভেন্যু গায়ানায়। ক্রিকেটাররা ডোমিনিকা ছেড়ে গায়ানার পথ ধরেছেন।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমালোচনার মুখে সমুদ্র পথে যাত্রাকে বাতিল করতে হয়েছে। ডোমিনিকা থেকে ক্রিকেটারদেরকে বিমানে করে নিয়ে যাওয়া হচ্ছে গায়ানায়। ইতিমধ্যে ডোমিনিকা বিমান বন্দর থেকে গায়ানার বিমানে চড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here