স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে বাজে আচরণের কারণে ক্রিকেটারদেরকে শাস্তির মুখোমুখি হতে হয়। দর্শকদের সঙ্গে খারাপ আচরণ করে শাস্তি পেতে হয়েছে অনেক ক্রিকেটারকে। এমনকি বহিস্কারও হতে হয় ক্রিকেটারদেরকে। এতব এবার ঘটলো বিপরীত ঘটনা। খেলোয়াড়দের সঙ্গে বাজে আচরণ করায় দর্শককে মুখোমুখি হতে হলো শাস্তির।
হোবার্টে চলমান অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে। যেখানে প্রোটিয়া তারকা হাশিম আমলাকে বৈষম্যমূলক কোনো মন্তব্য করায় তাসমানিয়ার ২৪ বছর বয়সী এ দর্শককের প্রতি সমন জারি করা হয়েছে।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানান, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট তাসমানিয়া হোবার্ট টেস্টে প্রথম দিনে এক সমর্থকের এমন আচরণ নিশ্চিত করেছে। আর তাসমানিয়া পুলিশ সিসিটিভি ফুটেজ দ্বারা তাকে শনাক্ত করেছে। সে আগামী তিন বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার যেকোনো ম্যাচে বষ্কিকারাদেশ পেল।’
আরও বলা হয়, ‘অসামাজিক কার্যকলাপের ওপর ক্রিকেট অস্ট্রেলিয়া ‘জিরো-টলারেন্স’ উদ্দ্যোগ নিয়েছে। আমাদের সোজা কথা কেউ যদি এমন আচরণ করে তবে তাকে বহিষ্কার করা হবে। এছাড়া আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’
এদিকে ক্রিকেট সাউথ আফ্রিকা এমন খবরে হতাশা প্রকাশ করেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন অগ্রণী ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়েছে সফরকারী দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০