স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলে নেই দীর্ঘ দিন থেকে। নামের পাশে লেগে আছে ‘ব্যাড বয়’ তকমা। দর্শক পিটিয়ে, নানা ভাবে বাজে আচরণ করেছেন অতীতে। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও সাব্বির রহমানের কপালে জুটলো শো’কজ। মাশরাফীর দলে থাকা এই ব্যাটার দলের সাথে যাননি। অসাদাচরণের জন্য তাকে শো’কজ দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
প্রিমিয়ার লিগে মোটামুটি ভালোই ব্যাটিং করেছেন। রানে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন সাব্বির রহমান। ১ সেঞ্চুরিতে ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৪৬৭ রান করেছেন। গড় ৩৯’র কাছাকাছি। ভালো খেলেও শৃঙ্খলা না মানায় শো’কজের মুখোমুখি হয়েছেন তিনি।
আজ বুধবার শেখ জামালের বিপক্ষে ম্যাচে যথা সময়ে মাঠে যাননি সাব্বির রহমান। দল সূত্রে জানা গেছে, তার জন্য নির্ধারিত মাইক্রোবাসে উঠেননি যথা সময়ে। ম্যাচ ভেন্যু নারায়ণগঞ্জের খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামেও যাননি। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা যোগাযোগ করলেও কোনো সঠিক জবাব দেননি।
এরপরই তাকেকারণ দর্শানোর নোটিশ দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। কেন তিনি দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন তার জবাব দিতে বলা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০