স্পোর্টস ডেস্ক:: তামিম ইকবাল নিয়ে আলোচনা-সমালোচনা যেনো থামছেই না। অ্যালেক্স হেলস, সাব্বির রহমানের পর এবার ডেভিড মালানের ঘটনায় সমালোচনার মুখে এই ক্রিকেটার। বিপিএলে অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে ছিলেন তামিম। এরপর সাব্বির রহমানের সঙ্গেও মাঠে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
এবার গতকাল রোববার চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচের সময়ও আলোচিত হয়েছেন তামিম। তবে প্রতিপক্ষ এবার নিজের দলেরই। ফরচুন বরিশালের আরেক ওপেনার ডেভিড মালানের সঙ্গে মাঠে বাজে ব্যবহার করেছেন তামিম, এমন অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনাও।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার চিটাগংয়ের দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়ায় বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামে মালান ও তামিম। ইনিংসের চতুর্থ ওভারে দুজনের ভুল বোঝাবুঝিতে নন-স্ট্রাইটপ্রান্তে রানআউট হন তামিম। রান আউটের পর মালানের দিকে তাকিয়ে থাকেন তামিম। এসময় মালানকেও কিছু বলতে দেখা যায়।
এরপর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর জবাবে তামিম নিজের অবস্থান পরিস্কার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে। তামিমের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-
‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’
‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রানআউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’
‘এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।’
‘ধন্যবাদ সবাইকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০