স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষখ এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা সফর করে গেছেন। এবার ঢাকায় আসছেন বিশ্বকাপ জয়ী আরেক তারকা ডি মারিয়া। তার সঙ্গে অবশ্য সাধারণ ভক্তরা মেশার সুযোগ পাবেন।
তবে ডি মারিয়ার বাংলাদেশে আসা এখনো নিশ্চিত নয়। বেশ সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সেটা বাস্তবেই রূপ নিতে পারে। কেননা মার্টিনেজকে ঢাকায় আনা ফুটবল এজেন্ট শতদ্রু দত্তই ডা মারিয়াকে আনতে যাচ্ছেন। মূলত কালকাতায় আসবেন এই ফুটবলার। সেখান থেকেই যাবার সময় তিনি ঢাকায় হয়ে যেতে পারেন।
ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, আগামি অক্টোবরে পূজার সময় কলকাতায় আনা হবে ডি মারিয়াকে। তিনি সেই কাজ করছেন। তিনি চাচ্ছেন ঢাকায়ও যেনো আসেন এই ফুটবল তারকা। আগামি ২১ ও ২২ অক্টোবর কলকাতা ভ্রমণ করবেন আর্জেন্টিনার এই ফুটবলার।
ওই সময় দূর্গাপূজা চলবে। ডি মারিয়া কলকাতার কয়েকটি মণ্ডপ পরিদর্শন করবেন। ২৩ অক্টোবর তিনি ঢাকা হয়ে ফিরবেন। শতদ্রু দত্ত এমন পরিকল্পনাই করছেন। মার্টিনেজ ঢাকা সফরের সময় সাধারণ ভক্তরা দেখার সুযোগ পাননি। এমনি জাতীয় দলের অধিনায়কও সাক্ষাতের সুযোগ পাননি। এবার সেই ভুল করতে চান না শতদ্রু। জানিয়েছেন, ডি মারিয়া সাধারণ ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তেমন সিডিউল রাখা হবে।
ডি মারিয়াকে ঢাকায় আনার পরিকল্পনা হচ্ছে জানিয়ে শতদ্রু দত্ত সাংবাদিকদের বলেন, ‘আগামী ২১ ও ২২ অক্টোবর কলকাতায় এবং তার পরদিন অর্থাৎ ২৩ অক্টোবর ডি মারিয়ার ঢাকা সফরের পরিকল্পনা করা হয়েছে। ঢাকায় কিভাবে তিনি যাবেন সেটি নিয়ে আমি এরই মধ্যে কাজ শুরু করেছি। কারা এর সঙ্গে থাকবে সামনেই হয়তো জানাতে পারব।’
সাধারণ ভক্তরা যেনো ডি মারিয়াকে কাছ থেকে দেখার সুযোগ পান সেই ব্যবস্থা থাকবে জানিয়ে শতদ্রু দত্ত আরো বলেন, ‘এবার যেন সব ধরনের ভক্ত ডি মারিয়াকে কাছে পান, তেমনটারই চেষ্টা করা হচ্ছে
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post