এবার দল থেকে বাদ পড়ছেন বিরাট কোহলি

0
10

স্পোর্টস ডেস্ক:: ভাগ্যটাই খারাপ ভারতীয় দলের ব্যাটিং তারকা বিরাট কোহলির। নেতৃত্ব হারিয়ে এবার তিনি দল থেকেই বাদ পড়ছেন। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে মাত্র ১ রান করেছেন। অভিষিক্ত বোলার রিচার্ড গ্লিসনের শিকারে পরিণত হয়েছেন তিনি। ফরম্যাট বদলে, বল বদলে, কোহলির ব্যাটে রান আর আসে না।

বিশ্রাম নিয়েছে, দূরে গিয়ে একা সময়ও কাটিয়েছেন। কোনো কিছুতেই যেনো কিছু হচ্ছে না ভারতের এই ব্যাটিং তারকার। শেষ পর্যন্ত তাই তাকে দল থেকেই বাদ দেওয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিরাটকে নিয়ে ভাবছে টিম ম্যানেজম্যান্ট। সাবেকরাও সমালোচনা করছেন। দলের জন্য বিরাট ‘বোঝা’ হয়ে উঠা বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন অনেকেই।

স্বাগতিকদের বিপক্ষে টেস্টের দুই ইনিংসে ব্যর্থ হয়েছেন। ১১ ও ২০ রান করে করেছেন দুই ইনিংসে। এরপর লাল বল বদলে সাদা বলেছে। কিন্তুু তার ব্যাটের চরিত্র বদলায়নি। দ্বিতীয় টি-২০তে বিরাটের সংগ্রহ যে মাত্র ১ রান। এরপরই তার দল থেকে বাদ পড়ার গুঞ্জন উঠেছে ভারতীয় ক্রিকেটাঙ্গণে। এক সময়ের ব্যাটিং দানব, ব্যাট হাতে বহু জয়ের কারিগর, একের পর এক রেকর্ডকারী বিরাট কোহলিকে তাই শেষ পর্যন্ত বাদ পড়তেই হচ্ছে।

এই তারকা সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০১৯ সালে। কলকাতার ইডেন গার্ডেনে বাংল‍াদেশের বিপক্ষেই করে ছিলেন ওই সেঞ্চুরিটি। এবাদতে বলে সাজঘরে ফেরার পর থেকেই তিনি যেনো হারিয়ে গেছেন। ব্যাট হাতে চিরচেনা কোহলীকে পাচ্ছেন না সমর্থকেরা। বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বিরাটকে বাদ দিতে হবে জানিয়ে বলেন, “টি-২০ ক্রিকেটে ভারত যদি মনে করে উইকেট পড়লেও আক্রমণাত্মক খেলবে, তা হলে বিরাট ঠিকই খেলেছে। কিন্তুু দীর্ঘ দিন ধরেই ও রানের বাইরে। ক্রিকেটে দলই আগে। সেখানে পরের ম্যাচে রানে না থাকা বিরাটের জায়গায় অন্য কাউকে খেলানো হতেই পারে।’

রোহিত-বিরাটদের ছোটবেলার কোচ দীনেশ লাড বলেন, “পুরোটাই মানসিক ব্যাপার। বার বার ব্যর্থ, সেই সঙ্গে সমালোচনার বোঝা নিয়ে মাঠে নামতে হচ্ছে। প্রতিটা ম্যাচেই চাপ রয়েছে বিরাটের উপর।” ভারতের সাবেক ক্রিকেটার কপিল দেবও এই মুহূর্তে বিরাট কোহলিকে দলের বাইরে রাখার পক্ষেই মত দিয়েছেন। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়!

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here