এবার প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসানকে তলব করছে বোর্ড

0
74

স্পোর্টস ডেস্ক:: সরকারি বিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় বিসিবির চাকরি ছেড়ে ছিলেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। এবার বিসিবি তলব করেছে প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসানকে। সাবেক এই অধিনায়ক সম্প্রতি বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন।

ক্রিকেট বোর্ডের চাকরিভূক্ত প্রধান ম্যাচ রেফারি হওয়ায় বিসিবির বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই রকিবুল হাসানের। কিন্তুু তিনি বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভালো চোখে নেননি তার সমালোচনা।

ক্রিকেট বোর্ড তাই আনুষ্ঠানিক ভাবে ব্যাখা চাইছে রকিবুল হাসানের কাছে। বোর্ডের একজন শীর্ষ কর্তা বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের। বিসিবির একজন পরিচালক সাংবাদিকদের জানান, তাকে মৌখিকভাবে সতর্ক করার পরও সংযত হননি। একাধিকবার বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে গণমাধ‌্যমে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। যা নিয়ে রীতিমত বিব্রত বিসিবি সভাপতি নাজমুল হাসানও।

বিএনপির রাজনীতির সাথে সম্পর্ক থাকায় এর আগে সমালোচনায় পড়েন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তাকে সরকার বিরুধী কর্মসূচি থেকে দূরে থাকতে বলা হয়। কিন্তুু এরপরই তিনি সম্প্রতি একটি মিছিলে অংশ নেন। যার কারণে বোর্ড তাকে শোকজ করতে যাচ্ছিলো। কিন্তুু তার আগেই এই ম্যাচ রেফারি চাকরি থেকে পদত্যাগ করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here