স্পোর্টস ডেস্ক:: কিছু দিন আগেই ফাইনালিসিমায় নেইমারের ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে ছিলেন আর্জেন্টাইন মেসিরা। এবার প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারীদের ফাইনালিসিমাও। এতোদিন পুরুষ জাতীয় দলের ফাইনালিসিমা আয়োজন হতো। এবার নারীদের ফাইনালিসিমা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গত রাতেই প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডের নারী দল। ৫০ বছরের অপেক্ষা ঘুচিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডের মেয়েরা। ওয়েম্বলিতে দুর্দান্ত এক ম্যাচে জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে দলটি।
অন্য দিকে কিছু দিন আগেই নারীদের কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছিলো ব্রাজিলের নারীরা। পুরুষদের কোপা জয়ী ব্রাজিল নারীদের কোপাও জেতে।
ইউরোপিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাক উয়েফা লাতিন আমেরিকার ফুটবল কর্তাদের সঙ্গে নারীদের ফাইনালিসিমা আয়োজন নিয়ে যোগাযোগ করছে। ইউরোপের কোনো ভেন্যুতে নারীদের ফাইনালিসিমা আয়োজন করতে চায় তারা। দুই পক্ষ মিলেই ফাইনালিসিমার দিনক্ষণ চূড়ান্ত করবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০