স্পোর্টস ডেস্ক:: আগের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ১১ রান করেছেন। এবার পাকিস্তানের বিপক্ষে ফিরেছেন এক রান বেশি করে। ১২ রান করেই সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের এই ওপেনার।
ওপেনার সৌম্য সরকারের উইকেট হারিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। দলীয় ৭ রানের মাথায় ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ৪ রানে সৌম্যকে সাজঘরে পাঠিয়েছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ।
দলীয় অর্ধশতকের আগেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ দল। ৪১ রানের মাথায় ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১২ রানে শান্তকে প্যাভেলিয়নে ফেরত পাঠান মোহাম্মদ ওয়াসিম। ১৫ বলে ২ চারের পর উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭ ওভারে ৪৪ রানে দুই উইকেট। ২৫ রানে লিটন দাস ও ১ রানে অধিনায়ক সাকিব অপরাজিত আছেন।
ক্রাইস্টচার্চে বাবর আজমদের বিপক্ষে ব্যাট করবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কাছে হার দিয়ে শুরু করেছিলো বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যা হেরেছে। এবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল।
তিন জাতির এই সিরিজের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের। আজ শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০