স্পোর্টস ডেস্ক:: নারী ফুটবলে বাফুফের সাজানো সংসারে অশান্তির সুর। স্বপ্নর পর এবার আরো এক সাফজয়ী নারী দলের ফুটবলার বাফুফের ক্যাম্প ছেড়েছেন। সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুন বাফুফের ক্যাম্প ছেড়ে চলে গেছেন।
দু’দিন আগেই বাফুফের ক্যাম্প ছেড়ে গিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন সিরাজন জাহান স্বপ্না। এর আগে অবসর নেন আনুচিং মগিনি ও সাজেদা খাতুন। এবার চতুর্থ নারী ফুটবলার হিসেবে আঁখিও অবসর নিচ্ছেন।
যদিও আঁখি ফেডারেশন থেকে ছুটি নিয়েছেন। তবে ভেতরের খবর তিনি আর ফুটবলে ফিরবেন না। গ্রামের বাড়ীতে চলে গেছেন। বিয়ে করে সংসারি হবেন এই নারী ফুটবলার। ছাড়বেন দেশও। তার হবু স্বামী চীনে থাকেন। বিয়ে করে তিনিও চীনে চলে যাবেন।
তবে বাফুফের সূত্র জানিয়েছে, মায়ের অসুস্থতার জন্য আঁখি ছুটি নিয়েছেন। তিনি কিছু দিন পরেই ক্যাম্পে ফিরবেন। তবে তার ফেরার সম্ভাবনা আর নেই।
নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনও পদ ছাড়ছেন। বাফুফের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন সাফজয়ী এই কোচ। নারী ফুটবলারদের একের পর এক অবসর ও কোচের পদত্যাগ নিয়ে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হঠাৎ করে সাজানো সংসার ভেঙে চুরমার হচ্ছে।
দুর্নীতি কাণ্ড নিয়ে এমনিতেই ‘মহাবিপদে’ আছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এবার তিনি রীতিমতো সঙ্কটে পড়তে যাচ্ছেন। যে নারী ফুটবলারদের নিয়ে বাফুফের বড় গলা, যাদের সাফল্যকে পূঁজি করে বাফুফের টিকে থাকা সেই নারী ফুটবলাররা অবসরে যাচ্ছেন।
শুধু নারী ফুটবলারই নয়, নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনও তার দায়িত্ব ছাড়ছেন। কোচের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। যার হাত ধরেই নারী ফুটবলে এসেছে ইতিহাসের সেরা সাফল্য সেই কোচই আর কাজ করতে চাইছেন না।
হঠাৎ কি কারণে বাফুফের নারী বিভাগে এমন বেহাল অবস্থা, সেটা অবশ্য জানা যায়নি। তবে ফুটবল সংশ্লিষ্টরা বলছেন, এতে করে অস্তিত্বের সঙ্কটে পড়তে পারেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সাফল্য এনে দেওয় নারী দলের এমন অসন্তোষে অস্তস্তিতে আছেন তিনি।
অলিম্পিকের বাছাইয়ে মেয়েদের পাঠাতে সরকারের কাছে অতিরিক্ত অর্থ দাবি করা, অর্থ না পেয়ে দল না পাঠানোতে এমনিতেই বাফুফের উপল ক্ষুব্ধ ছিলো সরকার। তার ওপর ফিফা দুর্নীতির দায়ে নিষিদ্ধ করে ফেডারেশনের সাধারণ সম্পাদক, সভাপতির আস্থাভজন আবু নাঈম সোহাগকে। এরপরই থেকেই সরকারের নানা মহলে ফেডারেশন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এতো সব খবরের মধ্যে নতুন করে সাফজয়ী নারী ফুটবলারের অবসর এবং কোচের পদত্যাগের বিষয়টি নিয়ে নতুন করে বেকায়দায় পড়তে যাচ্ছেন ফেডারেশন সভাপতি। যাদের হাত ধরে ফুটবলে দারুণ সাফল্য আসছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তারা খানিক স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন, সেই বিভাগেই এবার ভাঙন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post