এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন রনি তালুকদার

0
80

স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের ক্রিকেটারদের লেখাপড়া শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার তৎপরতা বেশ বেড়েছে। কিছু দিন আগেই সাকিব, বিজয়-মাহমুদউল্লাহ রিয়াদরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন।

নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে দীর্ঘ বিরতির পর আবারো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন জাতীয় দলে এসে এবার আলো ছড়ানো রনি তালুকদার। দীর্ঘ আট বছর পর জাতীয় দলে ফিরে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন তিনি।

জাতীয় দলের এই তারকাকে নিজেদের প্রতিষ্ঠানে ভর্তি করে নিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টিতে ব্যাচেলর অব বিজনেস স্টাডিস (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন রনি তালুকদার।

সামনেই আয়ারল্যান্ড সিরিজ। ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে এসে নিজের পড়ালেখায় মনযোগী হবেন জানিয়েছেন তিনি। পড়ালেখায় অবশ্য বেশ গ্যাপ পড়েছে এই ক্রিকেটারের। এবার আর তিনি গ্যাপ দিতে চান না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here