স্পোর্টস ডেস্ক:: বিসিবিতে বইছে পরিবর্তনের হাওয়া। এবার পদত্যাগ করেছেন বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক সবশেষ তিন মেয়াদে ক্রিকেট বোর্ডে পরিচালক পদে ছিলেন।
তবে তৃতীয় দফা মেয়াদ পূরণের আগেই বোর্ড থেকে পদত্যাগ করলেন তিনি। ক্রিকেট বোর্ড থেকে পুরনো অনেকেই পদত্যাগ করেছেন। সরকার পতনের পর থেকে অনেক পরিচালক আত্মগোপনে আছেন। ধীরে ধীরে তারা পদত্যাগ করছেন।
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও পদত্যাগ করেন। তার জায়গায় দায়িত্ব পান ফারুক আহমদ। পদত্যাগ করেন মোহাম্মদ জালাল ইউনুস, শফিউল আলম চৌধুরী নাদেলরা। এবার সেই তালিকায় যোগ দিলেন প্রথম টেস্টের অধিনায়ক দুর্জয়।
আত্মগোপনে থেকেই দুর্জয় তার পদত্যাগ পত্র বোর্ডে পাঠিয়েছেন। বিসিবির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০