স্পোর্টস ডেস্কঃ দিন দুয়েক আগেই নিজের ৫০তম জন্মদিন পার করেছেন ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত শচীন টেন্ডুলকার। এই কিংবদন্তী নিজের জন্মদিনে শুভেচ্ছার ভেলায় ভেসেছেন। একইসাথে জীবনের হাফ সেঞ্চুরি পার করার দিনে পেয়েছেন বিশেষ সম্মানও।
শচীনের ৫০তম জন্মদিনে অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসজিজি) মূল মাঠে প্রবেশের একটি গেইটের নামকরণ করা হয়েছে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার নামে। এই গেইট দিয়ে মূলত সবসময় দ্বিতীয় বা বিপক্ষ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্ট সংশ্লিষ্টরা মূল মাঠে প্রবেশ করবেন।
এবার শচীনের ৫০তম জন্মদিনে আরও একটি উপহার দেওয়া হলো। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়াম নিজেদের একটি গ্যালারি স্ট্যান্ড শচীনের নামে করেছে। স্টেডিয়ামের পশ্চিম পাশের স্ট্যান্ডকে এখন থেকে বলা হবে শচীন টেন্ডুলকার স্ট্যান্ড।
২৫ বছর আগে এখানেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন শচীন। ১৯৯৮ সালের ২২ এপ্রিল সেই ম্যাচের ইনিংসটি খ্যাতি পায় ‘ডেজার্ট স্টর্ম’ নামে। এই ইনিংসের ২৫ বছরের সাথে শচীনের জীবনের ইনিংসে ৫০ পূরণে দারুণ সম্মান দিল শারাজাহ ক্রিকেট স্টেডিয়াম কর্তৃপক্ষ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা