নিজস্ব প্রতিবেদক:: প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন অফ স্পিনার নাসুম আহমদ। ওয়ানডে ও টি-২০’র পর এবার সাদা পোশাকেও ডাক পড়েছে এই স্পিনারের। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। সেই দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন তিনি।
২০২১ সালের ২৮ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক নাসুমের। পরের বছর অর্থাৎ চলতি বছরের ১০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক দিনের ক্রিকেটেও অভিষেক হয় এই তারকার। এবার ডাক মিললো টেস্টে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে ভারতীয় দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ১৮৮ রানের বড় ব্যবধানে জিতে নিয়েছে ভারত। মিরপুরের হোম অব ক্রিকেটে আগামি ২২ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ।
জাতীয় দলের হয়ে চার ওয়ানডে খেলা নাসুম উইকেট নিয়েছেন ৫টি। ক্যারিয়ার সেরা বোলিং ১৯ রানে ৩টি। ২৮ টি-২০ ম্যাচে উইকেট নিয়েছেন ৩২টি। ক্যারিয়ার সেরা বোলিং ১০ রানে ৪টি।
বাংলাদেশ টেস্ট দল:: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমদ, খালেদ আহমদ, নাসুম আহমদ, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০00