এবার সিলেটের মাঠে ঢুকে পড়লেন দর্শক, মাশরাফীকে জড়িয়ে তুললেন সেলফি

0
40

নিজস্ব প্রতিবেদকঃ প্রায়শই দেখা মিলে এমন ঘটনার। ফের একবার দেখা গেল দর্শকের মাঠে ঢুকে পড়ার দৃশ্য। এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠের ভেতর ঢুকে পড়লেন দর্শক। আর জড়িয়ে ধরলেন মাশরাফীকে।

আজ শনিবার সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ চলছিল। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে নেমেছিল সিলেট। স্বাগতিকদের খেলা দেখতে মাঠে এসে হাজির হয়েছেন হাজার হাজার সমর্থক।

আর সেখান থেকেই একজন হুট করে ঢুকে পড়লেন মাঠের ভেতর। সিলেট স্ট্রাইকার্সের জার্সি পড়া সেই তরুণকে দেখে শুরুতে মনে হয়েছিল স্বাগতিক দলের ফিল্ডার। তবে সেই ভুল ভাঙতে সময় লাগেনি বেশি সময়। দৌড়ে মাশরাফীর কাছে গিয়ে সেলফি তুলেন সেই তরুণ।

পরবর্তীতে গ্যালারিতে ফিরে যেতে ছুটেন। তবে ততক্ষণে দৌড়ে আসেন নিরাপত্তাকর্মীরা। ওই সমর্থককে ধরে নিয়ে মাঠের বাইরে চলে যান। অবশ্য এর আগেই নিজের সখ পুরণ করেন সেই ভক্ত। মাশরাফীও হাসি মুখে সেলফি তুলেন। এবারই প্রথম নয়। চলমান আসরে এর আগেও একবার মাশরাফীকে জড়িয়ে ধরতে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here