স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি যে সৌদীর ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন সেটা অনেকটাই পরিস্কার। কারণ বার্সায় তার সাবেক কোচ লুইস এনরিকেও যাচ্ছেন সৌদীতে। আল হিলাল স্পেন ও বার্সার সাবেক এই কোচকে নিয়োগ দিচ্ছে কোচ হিবেসে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, লিওনেল মেসি সৌদী সফরে গিয়ে আল হিলালের সাথে চুক্তি সই করেই ফেলেছেন। যদিও আর্জেন্টাইন অধিনায়কের তরফ থেকে তার এজেন্ট ও বাবা জানিয়েছেন, এমন কোনো চুক্তি হয়নি। ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষেই তিনি পরবর্তী গন্তব্য টিক করবেন।
তবে মেসি যে সৌদীতে যাচ্ছেন, সেটা আরো পরিস্কার হলো তার সাবেক কোচ লুইস এনরিকে আল হিলালের সঙ্গে চুক্তি বদ্ধ হওয়াতে। সৌদী গেজেট জানিয়েছে, আগামি মৌসুম থেমে লুইস এনরিকে আল হিলালের ডাগ আউটে দাঁড়াবেন। যিনি বার্সা ও স্পেনে কোচিং করিয়েছেন। বার্সায় মেসির সাবেক কোচ তিনি।
পিএসজির সঙ্গে মেসির সম্পর্কের ছেদ ঘটছে। অনুমতি না নিয়ে সৌদী সফরে গেছেন, এরপরই ফরাসি ক্লাবটি নিষিদ্ধ করেছে লিওনেল মেসিকে। অবশ্য সম্পর্কের অবনতি শুরু আরো আগ থেকেই। যার কারণে কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের সাথে আর চুক্তি নবায়ন করেনি পিএসজি।
মেসি বেতন বাড়ানোর দাবি জানিয়ে ছিলেন, ক্লাব সেই দাবি উড়িয়ে পুরনো বেতনে ক্লাবে রাখতে চেয়ে ছিলো। রাজি হননি মেসি। সম্প্রতি দলে তার নিবেদন নিয়েও প্রশ্ন উঠে। এর মধ্যে লারিয়াঁর বিপক্ষে হারের পর ছুটি না নিয়েই সৌদী আরব সফরে যান মেসি। যদিও তিনি গেছেন দেশটির শুভেচ্ছা দূত হয়ে।
সৌদীর প্রো লিগের ক্লাব আল হিলাল যে ৪০ কোটি ডলার প্রস্তাব দেয় মেসিকে। ফিফা এজেন্ট মার্কো কিরদেমির এমনটাই বলছেন দিরদেমি জানিয়েছেন, জুনেই মেসি প্যারিস ছাড়বেন। তবে বার্সায় তিনি ফিরবেন না। ৪০ কোটি ডলারের লোভনীয় অফারও লুফে নিচ্ছেন আর্জেন্টাইন তারকা। সৌদীর প্রো লিগের ক্লাব আল হিলাল তাকে এই বিপুল পারিশ্রমিকের অফার দিয়েছে।
পিএসজির সঙ্গে তার সম্পর্কের ছেদ হচ্ছে সেটা অনেকটাই নিশ্চিত। ক্লাবটির মালিক কাতারের ধনাঢ্য ব্যবসায়ি খেলাইফি। সৌদী-কাতারের সম্পর্ক ভালো নয়। যে কারণে সৌদী সফরে যাওয়ায় মেসিকে পিএসজির মালিক পক্ষ নিষিদ্ধ করেছে। ক্লাবটির কোচও ইতিমধ্যে জানিয়েছেন, মেসির নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তার নয়।
ফিফা এজেন্ট মার্কো কিরদেমি জানিয়েছেন, যদিও বলা হচ্ছে সৌদীর পর্যটন মন্ত্রণালয়ের নিমন্ত্রণে মেসি গেছেন, আসলে সেটা নয়। এই তারকা সৌদীতের পরিবার নিয়ে গেছেন সেখানকার আবাসন সুযোগ-সুবিধা দেখতে। তার পরিবারের পছন্দ হলেই তিনি আল হিলালের সঙ্গেই চুক্তি করবেন।
আল হিলালের মালিক সৌদী ক্রাউন প্রিন্স সালমান। তিনিও চাচ্ছেন মেসিকেই। যার কারণে সেখানকার সুযোগ-সুবিধা দেখতে বিশ্বকাপ জয়ী এই তারকা সফরে যান ক্লাবের আপত্তি থাকা স্বত্বেও।
আন্তর্জাতিক গণমাধ্যম গোলডটকমকে দেয়া সাক্ষাতকারে ফিফা এজেন্ট মার্কো কিরদেমি আরো জানান, সৌদী-কাতার বৈরিতার কারণেই মেসিকে নিষিদ্ধ করা হয়েছে। যদি তিনি অন্য কোনো দেশে যেতেন, তবে এই শাস্তি আসতো না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post