স্পোর্টস ডেস্ক:: সৌদীর ফুটবলে এবার পাড়ি জমাচ্ছেন মুসলিম ফুটবলার সাদিও মানে। ধর্মপ্রাণ সেনেগালের এই তারকাকে দেখা যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হিসেবে।
প্রো লিগে আল নাসরে খেলছেন পর্তুগিজ ফুটবল রাজা। এবার তার দলে যোগ দিচ্ছেন যাচ্ছেন সাদিও মানে। ইতিমধ্যে তিনি দুবাইয়ে পৌছে গেছেন। সেখানে হবে আল নাসরের সাথে হবে চুক্তি স্বাক্ষর। এর আগে দুবাইয়ে হবে মেডিকেল পরীক্ষা।
দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সোমবারই আল নাসরের সাথে চুক্তি হয়ে যাবে সাদিও মানের। লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে গিয়ে সুবিধা করতে পারেননি তিনি। খেলেন মাত্র এক ম্যাচ।
২০১৬ সালে লিভারপুলে যোগ দেওয়া সাদিও মানে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, এফএ কাপ, উয়েফা সুপার কাপ, কারাবো কাপ ও লিগ শিরােপাও। সবশেষ মৌসুমে বায়ার্নের র্জািতে ৩৮ ম্যাচ খেলেছেন। ১২ গোলের দেখা পেয়েচেন।
আল নাসর কত বছরে র জন্য চুক্তি করছে সেটা এখনো জানা যায়নি। তবে ৪০ মিলিয়ন ইউরোতে এই ফুটবলার যাচ্ছেন সৌদীর ফুটবলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০