স্পোর্টস ডেস্ক:: আগের রাতেই বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। এবার বার্সেলোনা। স্প্যানিশ স্ট্রাইকারের গোলে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে ভায়েকানো। লা লিগায় শিরোপার দৌড়ে থাকা দলটি রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানে বাড়াতে পারলো না।
রাতের ম্যাচে ভায়েকানো ২-১ গোলে হারিয়েছে বার্সাকে। পিছিয়ে পড়া বার্সার ব্যবধান কমিয়েছেন লেভানডফস্কি। তবে তাতে দলের হার এড়ায়নি। ম্যাচটি জিতলে জাভির দল রিয়ালের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যেতে পারতো।
ম্যাচ জুড়ে আধিপত্য দেখালেও গোলের খেলা ফুটবলে গোলই আদায় করতে পারেনি বার্সা। ম্যাচের ৬০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলো দলটি। পাসিংয়েও এগিয়ে ছিলো জাভির ছেলেরা। ভায়েকানোর ৩১৫ পাসের বিপরীতে লেভানডফস্কিদের পাস ছিলো ৪৮৬টি।
প্রথমার্ধেই লিড নেয় ভায়াকানো। ম্যাচের ১৯তম মিনিটে আলভারো গার্সিয়ার গোলে লিড নেয় দলটি। পিছিয়ে পড়া বার্সেলোনা প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হলে বার্সা সমতায় ফেরার চেষ্টা করে। গোলতো আদায় করতে পারেনি, উল্টো মিনিট আটেক পরেই হজম করে আরেক গোল। ম্যাচের ৫৮তম মিনিটে ফ্রান গার্সিয়া গোলে ব্যবধান ২-০ করে ফেলে ভায়েকানো।
বার্সাকে দুই গোল দিয়ে নিজেদের রক্ষণকে দুর্গ বানিয়ে ফেলে আলভারো গার্সিয়ারা। গোলের জন্য তাই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় জাভির দলকে। ম্যাচের শেষ দিকে শান্তনার একটি গোল করেন লেভানডফস্কি। ৮৩তম মিনিটে করা তার গোলটি কেবল ব্যবধান কমিয়েছে। দলের হার এড়ানো যায়নি।
৩১ ম্যাচে ২৪ জয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। ১১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল। ৩১ ম্যাচ খেলা দলটি জিতেছে ২০ ম্যাচ। তাদের পয়েন্ট ৬৫।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০