স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার হাই-স্কোরিং ম্যাচে ফরচুন বরিশালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। বরিশালের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রূপসা পাড়ের দল।
ম্যাচ জয়ে বড় অবদান ছিল দুই ওপেনার এনামুল হক বিজয় ও এভিন লুইসের ইনিংস। এর মধ্যে ২২ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লুইস। ক্যারিবিয়ান তারকার ২৪০.৯০ স্ট্রাইক রেটে খেলা ইনিংসটি সাজানো ছিল সমান পাঁচটি করে চার ও ছক্কায়।
উদ্বোধনী জুটিতে ৫.৩ ওভারে ৭৭ রান করেন লুইস ও বিজয়। লুইসের বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর ৪৪ বলে তিনটি করে চার ও ছয়ের মারে ৬৩ রানের দারুণ ইনিংসে দলকে একেবারে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিজয়। সঙ্গে আফিফের ৪১ ও শাই হোপের ২৫ রানের ক্যামিও অবদান রাখে দলের জয়ে।
তবে বড় রান তাড়া করতে গিয়ে অধিনায়ক বিজয় মূল কৃতিত্ব দিয়েছেন এভিন লুইসকেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনারা তো লুইসের খেলা দেখলেন, আসলে লুইসই ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ধরে রেখেছি। আমার কাছে মনে হয়েছে আমি শুধু ক্যারি করেছি। আফিফও তাই করেছে, আমরা শুধু দলকে…!
‘আগের দিনের মতো অনুভব করেছি যে, ৭/৮ করে লাগবে। কিন্তু খেলাটা আসলে পুরোটা ঘুরিয়ে দিয়েছে লুইস। অবশ্যই ১৯০ রান মিরপুরে তাড়া করা সহজ নয়। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ও খেলাটা বদলে দিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post