স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটাররা ছড়ি ঘুরাবেন, রান বন্যা হবে, সাম্প্রতিক ক্রিকেটে এমনটাই নিশ্চিত ধরা হচ্ছিল। বোলারদের জন্য কিছুই থাকছিল না বিদায় সমালোচনাও হয়। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেই ধারণায় বদল এনে দিয়েছে। ব্যাটাররা নয়, সব নিয়ন্ত্রণ করছেন বোলাররা। তাদের পারফরম্যান্সের উপরই নির্ভর করছে ম্যাচের ফলাফল, ভাগ্য।
বিশ্বকাপের উইকেট নিয়ে এবার কথা বলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই তারকা জানিয়েছেন, এসব উইকেটে ব্যাটিংয়ের ছন্দ বলতে আসলে কিছু নেই। এখানে ব্যাট করা অনেকটা চ্যালেঞ্জিং। পুরোপুরি ভিন্ন ধরনের উইকেটে খেলা হচ্ছে বলে জানিয়েছেন কিউই দলনেতা।
কেন উইলিয়ামসনের ভাষ্যমতে, ‘সহজাত কারণেই এখানে কম রান হয়। এসব উইকেটে ব্যাটিংয়ে ছন্দ বলতে আসলে কিছু থাকে না। এখানে মূলত লড়াই করার মতো স্কোর গড়ার উপায় খুঁজে নিতে হয় এবং তুলনামূলক ভালো উইকেটের চেয়ে ভিন্ন এখানে। এটিই মূল চ্যালেঞ্জ। যেটা কি-না দুই দলের জন্যই থাকে। পুরোপুরি ভিন্ন ধরনের ক্রিকেট। তবে এত সংক্ষিপ্ত টুর্নামেন্টে যত দ্রুত সম্ভব এর সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জিং।’
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে নিউজিল্যান্ডকে। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় পরাজয়ে বিদায় নিশ্চিত হয়েছে দলটি। উগান্ডা ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী জয় পেলেও, সুপার এইটে উঠা হয়নি কিউইদের। ব্যাটিং ব্যর্থতা ছিল এর জন্য বড় কারণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post