স্পোর্টস ডেস্ক:: ফরাসি তারকা কিলিয়ান এমবাপের সময়টা ভালো যাচ্ছে না। জাতীয় দলের জার্সিতে গোল পাচ্ছেন না। রিয়াল মাদ্রিদের জার্সিতেও তিনি মলিন। উয়েফা নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে তাই কিলিয়ান এমবাপেকে দলে রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।
আজ রাতে ঘরের মাঠে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। সেই দলের স্কোয়াডে নেই কিলিয়ান এমবাপে। তিনি দলে থাকলেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। তাকে নিয়েই আলোচনা হয় বেশি। দলের বাইরে থাকা এক ফুটবলারকে নিয়ে আলোচনায় বিরক্ত ফরাসি কোচ।
ইসরায়েল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপে প্রশ্নে তিনি জানিয়েছেন, তাকে একা থাকতে দিতে। দলের বাইরে থাকা একজন ফুটবলারকে নিয়ে কথা বলতে আগ্রহ দেখাননি ফ্রান্সের কোচ। ফর্মহীনতার জন্যাই ফ্রান্সের দল থেকে বাদ পড়েছেন এমবাপে।
গত জুন মাস থেকেই এমবাপে নিষ্প্রাণ। ফ্রান্সের জার্সিতে করতে পারেননি কোনো গোল। রিয়াল মাদ্রিদের জার্সিতেও মলিন এই তারকা। ক্লাব বদলের পর তার যেনো ভাগ্যে গোল লেখা নেই। ঘরের মাঠে জাতীয় দলের ম্যাচেই তাকে দর্শক সারিতে বসতে হচ্ছে।
ফ্রান্সর কোচ দেশম এমবাপেকে নিয়ে বলেন, ‘শোনেন, আমি আপনাকে যা বলেছিলাম এখনও তাই বলছি। আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন এবং ব্যাখ্যা করতে পারেন। আগামীকাল (আজ) আমার একটি খেলা আছে। এখানে ২৩ জন খেলোয়াড় আছে। কিলিয়ান (এমবাপে) এখানে নেই। দয়া করে তাকে একা থাকতে দিন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র.ডেস্ক/০০