স্পোর্টস ডেস্ক:: বর্তমান চুক্তিতে পিএসজিতে আরো এক বছর আছেন কিলিয়ান এমবাপে। কিন্তুু তাকে হয় এখনি ক্লাব ছাড়তে হবে, নয়তো আগামির জন্য এখনি চুক্তি করে ফেলতে হবে। ফরাসি তারকা চেয়ে ছিলেন চুক্তির মেয়াদ পূর্ণ করে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে আগামি মৌসুমে।
কিন্তুু পিএসজি সেটা মানছে না। তাদের কথা হচ্ছে, ক্লাব বদলাতে হলে এখনি বদলাতে হবে এই তারকাকে। নতুবা চুক্তি নবায়ন করতে হবে। ফ্রি ট্রান্সফারে যাওয়ার সুযোগ নেই। বর্তমান চুক্তিতে দুই পক্ষ শর্ত রেখেছিলো এমবাপে চাইলে চুক্তি নবায়ন করতে পারবেন অথবা তার আগেই তিনি চলে যেতে পারবেন। ক্লাবও চাইলে তিনি বিক্রি করে দিতে পারবে।
পিএসজির কর্মকর্তারা জানিয়েছেন, তারা এমবাপেকে ভবিষ্যতের জন্য রাখতে চান। কিন্তু সেটা করতে হলে এখনি চুক্তি নবায়ন করে ফেলতে হবে। আর যদি এই তারকা ক্লাব ছেড়ে চলে যেতে চান, তবে সেটাও এখনি যেতে হবে। কারণ চুক্তির মেয়াদ ফুরিয়ে গেলে ক্লাব ক্ষতিগ্রস্ত হবে। সিদ্ধান্ত নিতে ফ্রান্সের এই তারকাকে দুই সপ্তাহের সময় বেধে দিয়েছেন পিএসজি সভাপতি খেলাইফি।
পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি এ নিয়ে বলেন, ‘যদি এমবাপ্পে থাকতে চায় তাহলে আমরাও তাকে রাখব। কিন্তু তাকে নতুন চুক্তি করতে হবে। অবশ্যই আগামী ১-২ সপ্তাহের মধ্যে তাকে এই সিদ্ধান্ত নিতে হবে। যদি সে নতুন চুক্তি না করতে চায়, তাহলে তার জন্য দরজা খোলা আছে। এমবাপ্পে আমাদের কথা দিয়েছে সে কখনো ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়বে না। আমরাও ফ্রিতে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলারকে ছাড়ব না। এটা অসম্ভব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০