স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাক্সিমিলান ওবারের আত্মঘাতী গোলে অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেয়েছে ফ্রান্স। জয় পেলেও উদ্বোধনী ম্যাচেই ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর রক্তাক্ত নাকে মাঠ থেকে উঠে গেছেন এই ফরোয়ার্ড।
ম্যাচের শেষ দিকে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে চোট পান এমবাপে। তাঁর নাক থেকে রক্ত ঝরতেও দেখা যায়। বাড়তি কোনো ঝুঁকি না নিয়ে তাই তাঁকে বদলি করেন ফ্রান্সের কোচ দেশম, নামান অলিভিয়ের জিরুকে। ৩৭ বছর ২৬১ দিন বয়সী জিরু তাতে রেকর্ড বইতে নাম তোলেন ইউরোতে ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে। এদিকে ম্যাচ শেষে ফ্রেঞ্চ কোচ দেশম এমবাপের চোট প্রসঙ্গে জানান, ‘তাকে দেখে ভালো লাগছে না। সে মেডিকেল স্টাফদের সঙ্গে আছে এবং আমার কাছে অসংখ্য প্রশ্ন আসছে এখানে আসার আগেই, তাই আমি এই মুহূর্তে এর বেশিকিছু বলতে পারছি না। তবে তার নাকে বাজেভাবে আঘাত লেগেছে, এটা নিশ্চিত। আমাদের এটা যাচাই করে দেখতে হবে, তবে এটা জটিল মনে হচ্ছে, যেটা আজ রাতে আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার।’
এদিকে চোট পাওয়া এমবাপে মাঠে চিকিৎসা নেন এবং জার্সিতে রক্তে লেগে থাকা অবস্থাতেই খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তিনি দ্রুতই মুখ চেপে মাটিতে পড়ে যান। শেষ পর্যন্ত মাঠ ছাড়েন তিনি। এরপর এমবাপেকে ডুসেলডর্ফের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর বিবৃতিতে ফ্রান্স ফুটবল ফেডারেশন জানায়, আপাতত স্কোয়াড ছেড়ে ফ্রান্স দলের ক্যাম্পে চিকিৎসা নেবেন গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলস্কোরার। এটাও বলা হয়, এমবাপের জন্য কাস্টম মাস্ক তৈরি করা হবে যা পরে তিনি টুর্নামেন্টের বাকি অংশে খেলবেন। ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) বিবৃতিতে বলা হয়, ‘একটি মাস্ক বানানো হবে, চিকিৎসার পর যেটি পরে মাঠে ফিরবেন তিনি।’
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাক ভেঙে যাওয়া এমবাপের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ফ্রান্সকে নিয়ে সতর্ক নেদারল্যান্ডস। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডাচ গোলরক্ষক বার্ট ভেরব্রুখেন কণ্ঠে ফরাসিদের নিয়ে সমীহের সুর, ‘সে (এমবাপে) খেলবে কি খেলবে না, এটা কোনো ব্যাপার নয়। তাদের আরও অনেক ভালো ফরোয়ার্ড আছে এবং ফ্রান্স আসলেই ভালো দল। তবে ফ্রান্স নিয়ে আমরা ভীত নই। তাই সে থাকুক কিংবা না থাকুক, (আমাদের পরিকল্পনায়) সেটা কোনো পার্থক্য গড়বে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post