এমবাপেদের গোলে পিএসজির বড় জয়

0
23

স্পোর্টস ডেস্ক:: রেকর্ড বেতনে কিলিয়ান এমবাপের সাথে চুক্তি নবায়ন করেছে পিএসজি। নতুন চুক্তির পর ক্লাবটির প্রথম ম্যাচে গোলের দেখা পাননি এই তারকা। এবার দ্বিতীয় ম্যাচেই পেলেন গোলের দেখা। প্রাক-প্রস্তুুতি ম্যাচে ফরাসি ক্লাবটি জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে।

প্রস্তুুতি সারতে ফরাসি ক্লাবটি জাপান সফর করছে। এর আগে দেশটির ঘরেয়া ফুটবলের আরেক সেরা ক্লাব কাওয়াসাকির বিপক্ষে প্রস্তুুতি ম্যাচ খেলেছিলো পিএসজি। ওই ম্যাচটি জিতেছিলো ২-১ গোলের ব্যবধানে। এবার দ্বিতীয় ম্যাচটি জিতলো ৩-০ গোলের বড় ব্যবধানে।

আজ দ্বিতীয় প্রস্তুুতি ম্যাচটির শুরুর একাদশে কোচ মেসি-নেইমারকে মাঠে নামাননি। এমবাপেদের সঙ্গে প্রথম একাদশে মাঠে নামানো হয় মাউরো ইকার্দি-সারাবিয়াদের। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি-নেইমার জুটি। তবে তার আগেই দল ২-০ গোলে এগিয়ে যায়।

ম্যাচের ১৬তম মিনিটে লিড নেয় পিএসজি। পাবরো সারাবিয়ার গোলে শুরুতেই এগিয়ে যায় দলটি। ম্যাচের ৩৫তম মিনিটে ব্যবধান বাড়ান এমবাপে। মৌসুমের প্রথম গোলের দেখা পান তিনি। ২-০ গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। জাপানের উরাওয়া রেড ডায়মন্ড ম্যাচে ফোর চেষ্টা করে তবে সফল হয়নি। পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ম্যাচের ৫৯তম মিনিটে মাঠে নামে মেসি ও নেইমার। তবে গোলের দেখা পাননি তারা কেউ। ৭৬তম মিনিটে পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন আর্নাউদ কালিমুয়েন্দু। উরাওয়া রেড ডায়মন্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। শোধ করতে পারেনি একটি গোলও। শেষ পর্যন্ত তাই দলটিকে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here